আবার পড়বে গরমের ছুটি (West Bengal summer vacation) – স্কুল খুলতে না খুলতেই আবার ছুটি ?

আবার পড়বে গরমের ছুটি (West Bengal summer vacation) – স্কুল খুলতে না খুলতেই আবার ছুটি ?

করোনা কালের পর থেকেই পশ্চিমবঙ্গে গত তিন বছর ধরে তালিকাভুক্ত দিনের পূর্বেই গরমের ছুটি (West Bengal summer vacation) পড়ছে। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। ছুটির তালিকা অনুযায়ী এই বছর গরমের ছুটি (West Bengal summer vacation) পড়ার দিন ছিল ১৩ই মে। কিন্তু তীব্র তাপপ্রবাহের জেরে এবং ভোট পর্বের আবহে পশ্চিমবঙ্গ সরকার তড়িঘড়ি গরমের ছুটি (West Bengal summer vacation) ঘোষণা করে। সেইমত এবছর ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে এই রাজ্যের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ৩রা জুন বিদ্যালয় খোলার দিন নির্ধারিত হয়।

কিন্তু পুনরায় সরকার কর্তৃক নির্দেশনা জারি করা হয় ছাত্র-ছাত্রীদের জন্য গরমের ছুটি (West Bengal summer vacation) থাকবে ৯ই জুন অবধি। বিদ্যালয় খুলবে ১০ই জুন। কিন্তু শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন ৩রা জুন থেকে। আর এই গোটা এক সপ্তাহ তারা বিদ্যালয়ে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ তৈরি করবেন। মনে করা হচ্ছে ভোট পর্বের দরুন বহু বিদ্যালয় প্রাঙ্গণ ভোটের কাজে ব্যবহৃত হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।

কিন্তু এই মুহূর্তে গ্রীষ্মের দাবদাহ পূর্বের তুলনায় প্রবল। এই তাপপ্রবাহের জেরে গোটা রাজ্যের মানুষ অতিষ্ঠ। বহু জায়গাতে প্রচুর মানুষ এবং বাচ্চারা অসুস্থ হয়ে পড়ার খবর আসছে। আর ঠিক এই মধ্যে শুরু হতে যাচ্ছে বিদ্যালয়ের পঠন-পাঠন। এমত অবস্থায় বিভিন্ন মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে আবার গরমের ছুটি (West Bengal summer vacation) নতুন করে পড়তে পারে। যদিও সেই বিষয়ে সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি।

তথ্যের স্বরূপ বলা যায় পাঞ্জাব ও উত্তর প্রদেশ সহ বহু রাজ্যে এখনো গরমের ছুটি চলছে। ওই সমস্ত রাজ্যে বিদ্যালয় খুলবে আগামী ৩০ শে জুন। এমত অবস্থায় শিক্ষা দপ্তর কি নির্দেশিকা জারি করে সেটি দেখার। গরমের ছুটি (West Bengal summer vacation) পুনরায় পড়া উচিত কি উচিত নয় এই বিষয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাবিদ মোট তিন ভাগে বিভক্ত।

প্রথম পক্ষ মনে করছে এই তীব্র গরমে বাচ্চাদের স্কুলে পাঠালে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে সেক্ষেত্রে গরমের ছুটি (West Bengal summer vacation) আর কিছুটা হলেও বাড়ানো উচিত। দু-তিন দিনের মধ্যে যখন বৃষ্টি নামবে তখন গরম কিছুটা কমবে এবং তারপরে বিদ্যালয় খুললে ভালো হবে। অন্য এক পক্ষের মতে বিদ্যালয় খুলে দেওয়া উচিত। কারণ এতদিন ছুটির দরুন ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের যথেষ্ট ক্ষতি হচ্ছে। এর পূর্বে করোনা আবহে প্রচুর পরিমাণ ছাত্র-ছাত্রী বিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে গেছে। তাই গরমের ছুটি (west Bengal summer vacation) আবার বাড়ালে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান খারাপ হয়ে যাবে। অন্য এক পক্ষ মনে করছে করোনা আবহের মত স্কুল খুলে দিয়ে অনলাইন ক্লাস চালানো উচিত। এতে ছাত্র-ছাত্রীদের তীব্র তাপপ্রবাহ সহ্য করতে হবে না এবং সেই সঙ্গে তাদের পড়াশোনারও ক্ষতি হবে না।

তবে এই মুহূর্তে গরমের ছুটি (West Bengal summer vacation) পুনরায় পড়বে কি পড়বে না সে বিষয়ে স্পষ্ট কোন সরকারি নির্দেশিকা নেই। যদি এরকম কিছু পাওয়া যায় আমরা অবশ্যই আমাদের ওয়েব পোর্টালে সবার আগে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেবে। শিক্ষা ও চাকরি সংক্রান্ত এরকম আরো খবর পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে ফলো করুন সেই সঙ্গে আমাদের Telegram ও Whatsapp চ্যানেলটিকে জয়েন করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *