স্কুল ছুটি নয় (summer vacation 2024) – এবার থেকে সকালে হবে স্কুল – প্রচন্ড গরমে রাজ্যে চালু হচ্ছে মর্নিং স্কুল

স্কুল ছুটি নয় (summer vacation 2024) – এবার থেকে সকালে হবে স্কুল – প্রচন্ড গরমে রাজ্যে চালু হচ্ছে মর্নিং স্কুল

এবছর তীব্র দাবদাহের দরুন এবং একইসঙ্গে লোকসভা নির্বাচন চলায় গত কয়েক বছরের ন্যায় তালিকাভুক্ত দিনের বহু পূর্বেই গরমের ছুটি (summer vacation 2024) ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই বছর ২২ শে এপ্রিল গরমের ছুটি (summer vacation 2024) ঘোষণা করে রাজ্য সরকার। আর স্কুল খোলার দিন ঠিক হয় ৩রা জুন। কিন্তু জুন মাসের শুরুতেই রাজ্য সরকার পুনরায় নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয় খুলবে ১০ই জুন। যদিও শিক্ষকদের ৩ রা জুন থেকেই প্রত্যহ বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে রাজ্যের পারদ ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে বাতাসের আদ্রতার পরিমাণ আকাশ ছোঁয়া। এই দুইয়ে মিলিয়ে বীভৎস অসুস্থতার পরিবেশ তৈরি হয়েছে রাজ্য। আর এই মধ্যে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করতে যাচ্ছে রাজ্যের সরকারি ও সরকারী অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যদিও বিভিন্ন মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল এই তীব্র তাপপ্রবাহের তরুণ পুনরায় গরমের ছুটি (summer vacation 2024) পড়তে পারে। এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়ো খবর ঘুরতে দেখা যায়। যদিও শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা এই ব্যাপারে পাওয়া যায়নি। এমতাবস্থায় রাজ্যের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ এই গরমে ছাত্র-ছাত্রীদের স্কুলে পাঠানো নিয়ে কার্যত দুটি ভাগে ভক্ত হয়েছেন।

এরকম পরিস্থিতিতে একটি সরকারি নির্দেশিকা সামনে এসেছে। এই নির্দেশিকা অনুযায়ী নতুন করে গরমের ছুটি (summer vacation 2024) নয়, বরং ১১ই জুন থেকে সমস্ত স্কুল মর্নিং স্টেশনে শিফট করা হবে। যদিও বিজ্ঞপ্তিটি এসেছে হুগলি জেলাতে। হুগলি জেলার ডিপিএসসির চেয়ারম্যান সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকদের উদ্দেশ্য করে এই অর্ডার দিয়েছেন। এই নির্দেশিকা অনুযায়ী হুগলি জেলার সমস্ত বিদ্যালয় তীব্র তাপপ্রবাহের দরুণ ডে শিফটের থেকে বদলে মর্নিং শিফটে নিয়ে যাওয়া হচ্ছে। সে ক্ষেত্রে বিদ্যালয়ের শুরু হবে সকাল ৬.৩০ ঘটিকায় এবং শেষ হবে সকাল ১১ ঘটিকায়। এই বিষয়ে পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত সমস্ত স্কুলকে এই নির্দেশ মেনে চলতে হবে।

এখন এই নির্দেশিকা দেখার পর অনেকেই মনে প্রশ্ন জাগছে তাহলে কি গোটা রাজ্যেই এই নির্দেশিকা চালু হবে। সেক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা হবে। একদিকে যেমন তীব্র তাপপ্রবাহ শিক্ষার্থীদের সহ্য করতে হবে না। অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত করে নতুন করে গরমের ছুটি (summer vacation 2024) দিতে হবে না। যদিও শিক্ষা দপ্তর সূত্রে এই সংক্রান্ত কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি।

তবে সূত্র মারার পর জানা যাচ্ছে শুধু হুগলি নয় এরপরে আরো বিভিন্ন জেলাতেও এই নিয়ম চালু হতে চলেছে। এই মুহূর্তে দেখার বিষয় গোটা রাজ্যে এই নিয়ম চালু হয় কিনা। নাকি রাজ্যের শিক্ষা দপ্তর এই তীব্র গরম থেকে ছাত্র-ছাত্রীদের বাঁচাতে নতুন করে গরমের ছুটি (summer vacation 2024) ঘোষণা করে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর একইসঙ্গে শিক্ষা সংক্রান্ত যেকোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে ফলো করুন। সেই সঙ্গে আমাদের whatsapp চ্যানেল ও Telegram চ্যানেলটিকে জয়েন করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *