প্রায় দেড় মাস গরমের ছুটির (West Bengal latest holiday news) পরে সরকার ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে পুনরায় পঠন-পাঠন শুরু হয়েছে গত ১০ ই জুন। কিন্তু এই মুহূর্তে অত্যাধিক গরমের কারণে রাজ্যের সমস্ত মানুষের জীবন ওষ্ঠাগত। এরই মধ্যে বিভিন্ন জায়গাতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। সেজন্য পুনরায় গরমের ছুটি (West Bengal latest holiday news) দেওয়ার দাবি জোড়ালো হচ্ছে। কিছু মানুষ আবার দাবি করছেন দিনের পরিবর্তে মর্নিং স্কুল করতে। কিন্তু এরই মধ্যে পুনরায় ছুটি (West Bengal latest holiday news) পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারী ও রাজ্যের সরকার ও সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। একদিন বা দুদিন নয়, এক্ষেত্রে টানা তিন দিন ছুটি (West Bengal latest holiday news) উপভোগ করতে পারবেন রাজ্যের সরকারি চাকরিজীবীরা।
কবে কবে থাকবে এই ছুটি :
আগামী ১৭ ই জুন মুসলিম ধর্মালম্বী মানুষদের বকরি ঈদ। সুতরাং এটি একটি ন্যাশনাল হলিডে (West Bengal latest holiday news)। তাই ঐ দিন ছুটি (West Bengal latest holiday news) থাকবে সমস্ত রাজ্য সরকারের অফিস কাছারি এবং শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে আগামী ১৭ই জুন পড়ছে সোমবার। অর্থাৎ তার আগের দিন ১৬ই জুন হলো রবিবার। যেদিন স্বাভাবিকভাবেই সমস্ত অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেই সঙ্গে বেশ কিছু সরকারি দপ্তর শনিবার দিনও বন্ধ থাকে। সুতরাং সেই সমস্ত সরকারি কর্মচারীরা শনি, রবি ও সোম টানা তিন দিন ছুটি (West Bengal latest holiday news) ভোগ করতে পারবেন।
বকেয়া ডিএ নিয়ে কি আপডেট :
বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীবৃন্দের মধ্যে ক্ষোভের কথা আমাদের অজানা নয়। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন মূল বেতনের ১৪ শতাংশ। অন্যদিকে কেন্দ্র সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা হিসেবে পেয়ে থাকেন মূল বেতনের ৫০ শতাংশ। শোনা যাচ্ছে আগামী জুলাই মাসেই নবনিযুক্ত সরকার পুনরায় ৪ থেকে ৫ শতাংশ ভাতা ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সেইক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হবে ৫৪ থেকে ৫৫ শতাংশ। রাজ্যের সঙ্গে সেই ফারাক বেড়ে দাঁড়াবে প্রায় ৪০ শতাংশ। এরই মাঝে এই গোটা তিনদিন ছুটি (West Bengal latest holiday news) কিছুটা হলেও রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করবে বলে মনে করা হচ্ছে।
গরমের ছুটি কি আবার বাড়বে :
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অসুস্থ হয়ে পড়া খবর আসছে। সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলার অভিভাবকদের একাংশ দাবী করছেন পুনরায় গরমের ছুটি (West Bengal latest holiday news) দিয়ে স্কুল বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু এই ব্যাপারে কোন সরকারি নির্দেশিকা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। যদি ইতিমধ্যে স্কুল শিক্ষা সংক্রান্ত একটি নতুন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দপ্তর।
শিক্ষা দপ্তরের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইদের মর্নিং শিফটে স্কুল করার উপদেশ দিয়েছেন। যদিও হুগলি, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতে গত ১১ ই জুন থেকে মর্নিং স্কুল করার জন্য স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছিল সেই সমস্ত জেলার ডিপিএসসি চেয়ারম্যান। এখন সমস্ত রাজ্যেই মর্নিং স্কুল করার জন্য সমস্ত জেলাকে উপদেশ দিল রাজ্যের শিক্ষা দপ্তর। এখন কোন কোন জেলায় এই উপদেশ নির্দেশে কার্যকর হয় সেটাই দেখার। সুতরাং সেক্ষেত্রে নতুন করে গরমের ছুটি (West Bengal latest holiday news) পড়ার সম্ভাবনা ক্ষীণ।
তবে এই চূড়ান্ত গরমের দাবদাহে একটানা তিন দিন ছুটি (West Bengal latest holiday news) রাজ্য সরকারি কর্মচারীদের মনে যে একটু আনন্দ দেবে সে কথা বলাই যায়। সেইসঙ্গে নজর থাকবে আগামী জুলাই মাসে কেন্দ্র সরকার ডিএ ঘোষণা করার পরে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বকেয়া মহার্ঘ ভাতার দাবি নিয়ে কি অবস্থান গ্রহণ করেন। শিক্ষা ও চাকরি সংক্রান্ত যেকোনো খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে এখনই ফলো করুন