প্রায় ৫০ দিন গরমের ছুটির (wb holiday) পর পুনরায় রাজ্যে সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হয়েছে। গরমের ছুটিতে স্কুল খোলার পরও পর পর তিনদিন বিদ্যালয় বন্ধ ছিল। একইসঙ্গে সেই ছুটিও (wb holiday) ভোগ করেছিল রাজ্য সরকারি কর্মচারীরা। এবার আবার নতুন করে ছুটি (wb holiday) পেতে চলেছেন রাজ্যের সকল সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। কবে সেই ছুটি (wb holiday) এবং কি উপলক্ষে ছুটি আসুন বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে।
মুসলিমদের উৎসব ঈদের জন্য সরকারি ছুটি (wb holiday) ধার্য হয়েছিল গত ১৭ই জুন অর্থাৎ সোমবার। সেইসঙ্গে ১৬ জুন ছিল রবিবার।এমনি সমস্ত সরকারি দপ্তর ও স্কুল বন্ধ থাকে। আবার তার আগের দিন অর্থাৎ ১৫ ই জুন শনিবার রাজ্যের অনেক সরকারি দপ্তরে ছুটি থাকে। সুতরাং ওই সময় পরপর তিন দিন ছুটি (wb holiday) ভোগ করেছেন রাজ্যের অনেক সরকারি কর্মচারী। কিন্তু এরই মধ্যে নবান্ন আমার বিজ্ঞপ্তি দিয়ে নতুন ছুটির (wb holiday) কথা জানালো।
আগামী ১ লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং স্কুল কলেজ অর্ধ দিবসের জন্য ছুটি (wb holiday) থাকবে। অর্থাৎ দুপুর ২ টোর পর থেকে সমস্ত সরকারি দপ্তর এবং স্কুল কলেজ বন্ধ থাকবে আগামী ১ লা জুলাই অর্থাৎ সোমবার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো ডাক্তার বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে ভারতবর্ষের একজন গণ্যমান্য ডাক্তার ছিলেন। তার জন্মদিন উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় গোটা দেশ জুড়ে। আর এই জাতীয় ডাক্তার দিবস উপলক্ষেই এই অর্ধদিবসের ছুটি (wb holiday) মঞ্জুর করেছে রাজ্যের অর্থ দপ্তর।
সুতরাং মাসের শুরুতেই এবং একই সঙ্গে সপ্তাহের প্রথম দিনে অর্ধ দিবসের ছুটি (wb holiday) ভোগ করতে পারবেন রাজ্যের শিক্ষক-শিক্ষিকা ও সরকারি কর্মচারীবৃন্দ। যদি অনেক সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকা ডিএ নিয়ে অধিক কৌতুহলি। কারণ জুলাই মাস আসলেই কেন্দ্র সরকার পুনরায় নতুন করে মহার্ঘ ভাতা ঘোষণা করলে রাজ্য এবং কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়াবে প্রায় ৪০ শতাংশ। সুতরাং তারা অতিরিক্ত ছুটি (wb holiday) নয়, বকেয়া মহার্ঘ ভাতা চান বলেও জানিয়েছেন রাজ্যের অনেক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
মহার্ঘ ভাতা ও ছুটি সংক্রান্ত যে কোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।