শিক্ষক বদলি (wb teacher transfer) সংক্রান্ত বিভিন্ন দুর্নীতির খবর সামনে উঠে আসার দরুন রাজ্যের শিক্ষা দপ্তর উৎসশ্রী নামক একটি পোর্টাল চালু করে। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে নিজেদের বদলির (wb teacher transfer) জন্য আবেদন করতে পারতেন শিক্ষকরা। এমনকি মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিজেদের পছন্দমত স্কুল বেছে নিতে পারতেন তারা। কিন্তু গত বছর বেশ কিছু ক্ষেত্রে শিক্ষক বদলিতে অনিয়ম ধরা পড়ায় এবং সেই সঙ্গে প্রত্যেক স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত বিঘ্নিত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য উৎসশ্রী পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে বিভিন্ন মহল থেকে খবর উঠে আসছিল যে উৎসশ্রী পোর্টালের সুবিধার মাধ্যমে শিক্ষকরা বদলি (wb teacher transfer) নিয়ে শহর মুখি হচ্ছেন। সেক্ষেত্রে গ্রামের স্কুলগুলি শিক্ষক হীনতায় ভুগছে। আবার একই সঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগের মামলা এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন। আরো বেশ কিছু দফার কাউন্সিলিং বাকি আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে আর রাজ্যের সমস্ত স্কুলে শিক্ষক ছাত্র অনুপাত সঠিক রাখতে নতুন করে উৎসশ্রী পোর্টাল নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে, রাজ্যে শিক্ষক ট্রান্সফারের (wb teacher transfer) জন্য যে উৎসশ্রী পোর্টাল চালু ছিল তা পূর্বের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ শে জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায়, রাজ্যের প্রাথমিক শিক্ষক আইন ১৯৭৩ এর সেকশন ১০৭ অনুযায়ী পুনরায় এই উৎসশ্রী পোর্টাল ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বন্ধ রাখা হবে। সেইক্ষেত্রে পুনরায় নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত নতুন করে আর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার (wb teacher transfer) পাবেন না রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা।
এমতাবস্থায় অনেকটাই চিন্তায় পড়েছেন রাজ্যের সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। এরকম বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা বাড়ি থেকে বহু কিলোমিটার দূরে চাকরি করেন। স্কুলে যাওয়া-আসা এবং স্কুলে ক্লাস নেওয়াতেই তাদের গোটা দিন পার হয়ে যায় এবং তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই তাদের একমাত্র আশার আলো ছিল উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি (wb teacher transfer) নিয়ে নিজের বাড়ির কাছাকাছি স্কুলে চলে আসা। কিন্তু এই নির্দেশের পর আপাতত সিঁদুরে মেঘ দেখছেন সেই সমস্ত বদলি চাওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা।
সূত্র মারফত জানা যাচ্ছে যে, প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই বিদ্যালয় পিছু ছাত্র ও শিক্ষক অনুপাত সঠিকভাবে জানতে পারবে রাজ্যের শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে তারা আবার পুনরায় উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলির (wb teacher transfer) আবেদন গ্রহণ করতে পারবেন। নতুন নির্দেশিকা অনুযায়ী ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আপাতত বন্ধ থাকবে উৎসশ্রী পোর্টাল। তবে তার আগে কোনো সরকারি নির্দেশিকা এলে নতুন কিছু ঘটলেও ঘটতে পারে।
এই বিজ্ঞপ্তির পরই অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের একাধিক শিক্ষক শিক্ষিকা। একদিকে মহার্ঘ ভাতা বঞ্চনা অন্যদিকে বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে চাকরি। আবার সেই সঙ্গে একমাত্র আশার আলো বদলির (wb teacher transfer) জন্য চালু হওয়া উৎসশ্রী পোর্টালটি আপাতত বন্ধ। সব মিলিয়ে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা নেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের।
আপনাদের কি মনে হয় আবার নতুন করে উৎসশ্রী পোর্টালে বদলির (wb teacher transfer) আবেদন কবে থেকে গ্রহণ হবে। ৩১ শে ডিসেম্বরে আগে কি পোর্টাল চালু হবে নাকি এই পোর্টাল বন্ধের সময়সীমা আরো দীর্ঘায়িত হবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিএ এবং প্রাথমিক শিক্ষক বদলি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন