গত দুবছর ধরেই অর্থাৎ করোনা আবহের পরবর্তী সময় থেকেই গরমের ছুটি নির্ধারিত সময়ের পূর্বেই ঘোষণা করছে রাজ্য সরকার। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। সেইমতো এই বছরে তালিকা অনুযায়ী গরমের ছুটি পড়ার দিন ছিল ৬ই মে। কিন্তু অত্যধিক গরমের কারণে ২২শে এপ্রিল তড়িঘড়ি গরমের ছুটি (Summer vacation 2024) ঘোষণা করে রাজ্য সরকার। আর তালিকা অনুযায়ী আগামী ৩রা জুন গরমের ছুটির (Summer vacation 2024) পর স্কুল খোলার দিন। কিন্তু এরই মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
কি আছে এই নতুন বিজ্ঞপ্তি তে? এই বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্র-ছাত্রীদের জন্য গরমের ছুটি (Summer vacation 2024) বাড়ানো হয়েছে আরও এক সপ্তাহ। অর্থাৎ ছাত্র-ছাত্রীরা গরমের ছুটি (Summer vacation 2024) পাবেন আগামী ৯ই জুন অবধি। আর ১০ই জুন থেকে স্কুলে নিয়মানুক্রমে পঠন-পাঠন চালু হবে।
এখন অনেকের মনে প্রশ্ন জাগছে তাহলে শিক্ষকদের ক্ষেত্রেও কি ওই এক সপ্তাহ ছুটি বরাদ্দ হবে? উত্তর হচ্ছে – না। শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আগামী ৩রা জুন ছুটির (Summer vacation 2024) তালিকা অনুযায়ী বিদ্যালয়ে যোগদান করবেন। আর পরবর্তী এক সপ্তাহ অর্থাৎ ১০ তারিখের পূর্ব পর্যন্ত তারা বিদ্যালয়ের পঠন পাঠনের উপযোগী পরিবেশ তৈরি করবেন।
আগামী ৪ঠা জুন,২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। তাই রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য ভোটের আবহাওয়া সম্পূর্ণ মিটলেই স্কুল খুলতে চাইছে। এর মধ্যে অনেক বিদ্যালয় ভোটের কাজে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে বিদ্যালয়ের পঠন-পাঠনের উপযুক্ত পরিবেশ এখন হয়তো সমস্ত বিদ্যালয়ে নেই। এইজন্যই ছাত্র-ছাত্রীদের এই বাড়তি গরমের ছুটি (Summer vacation 2024) বরাদ্দ হয়েছে। এই মর্মেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে মনে করছে শিক্ষা দপ্তরের একাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা যথাসময়ে এই এক সপ্তাহ প্রত্যেক দিন বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং তাদের দৈনন্দিন কাজকর্ম করবেন। শুধুমাত্র বিদ্যালয়ে পঠন-পাঠনের কাজ বন্ধ থাকবে। আগামী ১০ই জুন থেকে ছাত্র-ছাত্রী ছুটি (Summer vacation 2024) শেষে আবার যথাসময়ে বিদ্যালয় উপস্থিত হলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পঠন-পাঠন চালু হবে।
এরকম আরো খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন আর সেই সঙ্গে আমাদের পোর্টালটি ফলো করুন