রাজ্য সরকারের উৎসশ্রী (utsashree) পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফারের মাধ্যমে নিজেদের বাড়ির কাছের স্কুলে বদলি হতে পারতেন। রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিজেদের বাড়ির কাছের স্কুলে বদলি করানোর লক্ষ্যে ২০২১ সালের ২ রা আগস্ট উৎসশ্রী (utsashree) পোর্টাল চালু করে রাজ্য সরকার। কিন্তু এই পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের ক্ষেত্রে অনেক দুর্নীতির অভিযোগ উঠে আসায় ২০২২ সালের ৯ ই সেপ্টেম্বর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় এই উৎসশ্রী পোর্টাল। এবার এই পোর্টাল পুনরায় চালুর ক্ষেত্রে নতুন আপডেট দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি সেই আপডেট? কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল? কি জানাচ্ছে পর্ষদ? আসুন এই সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনের মাধ্যমে।
আগের অর্ডার অনুযায়ী উৎসশ্রী (utsashree) পোর্টাল ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল। কিন্তু পুনরায় রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় যে, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল আগামী ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে। সুতরাং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে বহু দূরে চাকরি করেন, এমনকি অন্য জেলায় চাকরি করেন তাদের নিজেদের বাড়ির কাছের স্কুলে ভর্তি হওয়ার আশা ক্ষীণ হতে থাকে।
কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুটা আশার আলো দেখছেন রাজ্যের আপামর প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। বদলি সংক্রান্ত এক মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এক শিক্ষিকা। এই বদলি সংক্রান্ত মামলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অফলাইনে আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সেক্ষেত্রে পর্ষদ জানায় যে, অফলাইনের ক্ষেত্রে বেশ কিছু তথ্যের প্রয়োজন। আর সেই জন্যই তারা রাজ্য সরকারের কাছে উৎসশ্রী (utsashree) পোর্টাল খুলে দেওয়ার জন্য আবেদন করেছে। কবে নাগাদ উৎসশ্রী পোর্টাল খুলবে সেটা পর্ষদকে স্পষ্ট ভাবে জানাতে বলেছে হাইকোর্ট।
বদলি সংক্রান্ত বিষয়ে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। অফলাইনে আবেদনের ক্ষেত্রে পর্ষদ খুব একটা সদর্থক ভূমিকা দেখাচ্ছে না। অন্যদিকে অনলাইনে আবেদন করলে তা খারিজ হয়ে যাচ্ছে। সুতরাং উৎসশ্রী (utsashree) পোর্টাল খুলে দিলেই সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কবে নাগাদ খুলতে পারে পোর্টাল?
এই মাসে আবার ওই বদলি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। পরবর্তী শুনানির দিন পর্ষদ জানাবে ঠিক কবে খুলতে চলেছে উৎসশ্রী (utsashree) পোর্টাল। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে, পুজোর আগে আগেই খুলে যেতে পারে উৎসশ্রী পোর্টাল। সেক্ষেত্রে অনেকটা লাভবান হবেন রাজ্যের আপামর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। তারা আবার নিজেদের বাড়ির কাছে বদলি হওয়ার সুযোগ পাবেন।
স্কুল শিক্ষা ও সরকারি কর্মচারী সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টাল অবশ্যই ফলো করুন।