India population – ২০৩৬ সালে ভারতের জনসংখ্যা হবে ১৫২ কোটি – জানাচ্ছে সরকারি রিপোর্ট

India population – ২০৩৬ সালে ভারতের জনসংখ্যা হবে ১৫২ কোটি – জানাচ্ছে সরকারি রিপোর্ট

২০৩৬ সালের মধ্যে ভারতের জনসংখ্যা (India population) হবে ১৫২ কোটি। এরকমই একটি রিপোর্ট উঠে আসছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর রিপোর্ট অনুযায়ী ভারতীয় জনসংখ্যা, লিঙ্গ অনুপাত, ও মহিলার শতাংশ সম্পূর্ণ বিস্তারিতভাবে প্রকাশ পেয়েছে সোমবার। এই রিপোর্টের বিস্তারিত আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।

এই মুহূর্তে ভারতের জনসংখ্যা (India population পৃথিবীর সব দেশের মধ্যে সর্বাধিক। চীন কেও ছাপিয়ে গেছে ভারতের জনসংখ্যা। আগামী দিনগুলোতে জনসংখ্যা (India population) কেমন বাড়বে ও সেই বিন্যাস কেমন হবে সেই রিপোর্ট প্রকাশ পেল। এই রিপোর্ট অনুযায়ী মহিলা জনসংখ্যা ৪৮.৮ শতাংশ হবে ২০৩৬ সালে। যা ৪৮.৫% ছিল ২০১১ সালে। সুতরাং দেশে মহিলার পার্সেন্টেজ বৃদ্ধি পাবে এই রিপোর্ট অনুযায়ী।

অন্যদিকে ভারতের জনসংখ্যার (India population) বিন্যাস প্রকাশকারী এই সংস্থা রিপোর্ট অনুযায়ী, অনূর্ধ্ব ১৫ বছরের ভারতীয় জনসংখ্যা হ্রাস পাবে, আর অন্যদিকে ৬০ ও ৬০ এর বেশি বয়স্ক মানুষের সংখ্যা যথেষ্ট ভাবে বৃদ্ধি পাবে।

ভারতের জনসংখ্যা (India population) বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এই রিপোর্টে অনুমান করা হয়েছে ভারতের লিঙ্গ অনুপাত ও যথেষ্ট বৃদ্ধি পাবে। যেখানে 2011 সালের প্রতি ১০০০ জন পুরুষের ৯৪৩ জন মহিলা ছিলেন। সেখানে ২০৩৬ সালে সেই অনুপাত, প্রতি ১০০০ জন পুরুষে ৯৫২ হবে বলে জানা যাচ্ছে। যা লিঙ্গ সমতার উন্নয়ন কে নির্দেশ করছে।

ভারতের জনসংখ্যা (India population) বৃদ্ধির পেছনে, লিঙ্গ বৈষম্য, নারী শিক্ষার অভাব, উচ্চ ফার্টিলিটি রেট প্রভৃতি কারণ উল্লেখ্য। উচ্চশিক্ষিত নারীদের ক্ষেত্রে, ফার্টিলিটি রেট কম, কিন্তু শিক্ষার আলো থেকে বহু ক্রোশ দূরে থাকা নারীদের ক্ষেত্রে ফার্টিলিটি রেট অনেক বেশি। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নারী শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংস্থা রিপোর্ট অনুযায়ী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *