পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দদের বকেয়া মহার্ঘ ভাতা (da news) নিয়ে অসন্তোষের খবর নতুন কিছু নয়। একদিকে কেন্দ্র সরকার যেমন প্রত্যেক বছর দুই কিস্তি করে ডিএ ঘোষণা করে তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বকেয়া মহার্ঘ ভাতা (da news) কোন নিয়ম মেনে প্রদান হয় না। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার (da news) পার্থক্য প্রায় ৩৬ শতাংশ। আগামী জুলাই মাসে আর এক কিস্তি ডিএ ঘোষণা হলে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা ফারাক হয়ে দাঁড়াবে প্রায় ৪০ শতাংশ। বকেয়া মহার্ঘ ভাতার মামলাটি এই মুহূর্তে হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টের বিচারাধীন। হাইকোর্টে মামলাকারী সরকারি কর্মচারীরা জয় পেলেও কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (da news) মিটিয়ে দেওয়ার ব্যাপারে কোনরকম সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে। তাই বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে আইনি লড়াইয়ের পাশাপাশি নিজেদের বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ঠিক এরই মধ্যে সুপ্রিম কোর্টের বিচারাধীন বকেয়া মহার্ঘ ভাতা সম্পর্কে একটা বিরাট আপডেট দিলো কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয়।
প্রায় গত ৮ বছর ধরে বকেয়া মহার্ঘভাতা (da news) নিয়ে আইনি লড়াইয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীবৃন্দ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারাধীন এই মামলা। এই মামলার শেষ শুনানি হওয়ার কথা ছিল ১৮ই মার্চ ২০২৪। কিন্তু সেদিনও সময়ের অভাবে এই বকেয়া মহার্ঘ ভাতা (da news) মামলা শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। তাই বিগত কয়েক মাস ধরেই নতুন কোন আপডেটের অপেক্ষায় রয়েছেন এ রাজ্যের আপামর সরকারি কর্মচারীরা।
এই বিষয়ে এবার বিরাট আপডেট দিলেন স্টেট গভমেন্ট এমপ্লয়িস এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয়। তিনি জানিয়েছেন, এই রাজ্যের অনেক সরকারি কর্মচারী ডিএ মামলার (da news) দিনক্ষণ সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করলেও সময়ের অভাবে তিনি সকলের সব প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারছেন না। এর ফলে অনেক কর্মচারীদের মনে হতাশা দানা বেঁধেছে। কিন্তু মলয় বাবু স্পষ্ট বিষয়টি জানিয়ে দেন যে, তিনি বা তার সংগঠন কোনোভাবেই সরকারি কর্মচারীদের এড়িয়ে যাচ্ছেন না। তারা এই মামলা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এবং তিনি এও জানান যে আগামী ১৫ই জুলাই বকেয়া মহার্ঘ ভাতা (da news) মামলাটি পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে।
গত মে মাসের ২৯ তারিখে গরমের ছুটি শুরু হওয়ায় সুপ্রিম কোর্ট পুনরায় খুলবে ৭ জুলাই। এরপর ১৫ ই জুলাই বকেয়া মহার্ঘ ভাতা (da news) মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত করা রয়েছে। সম্ভবত ঐদিনই এই মামলার শুনানি হতে পারে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মহাশয়ের বেঞ্জে। বলে রাখা ভালো এই মামলাটি মূলত পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত যা ২০১৬ সাল থেকে চলে আসছে। প্রথমে স্যাটে পরাজিত হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু তারপর হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গাতেই জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
গত ২০২২ সালের মে মাসের ২০ তারিখে হাইকোর্ট এক যুগান্তকারী নির্দেশ দিয়ে জানিয়ে ছিল আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা (da news) মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার, যা খারিজ হয়ে যায়। এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করা হয়। ২০২২ সালের নভেম্বর মাসে ২৮ তারিখে সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি উঠেছিল কিন্তু এরপর কোন এক অজ্ঞাত কারণে তারিখের পর তারিখ দেওয়া হলেও মামলাটির শুনানি হয়নি। এখন আগামী ১৫ই জুলাই সুপ্রিমকোর্ট কি অবস্থান নেয় এই বিষয়ে তাকিয়ে রয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
আপনাদের কি মনে হয় এই বকেয়া ডিএ (da news) মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা জয় পাবে? আর জয় পেলেও কি রাজ্য সরকার সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত যে কোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটি অবশ্যই ফলো করুন।