পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে ক্ষোভের কথা কারো অজানা নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা ১৪% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন। যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীরা প্রায় ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পান। সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) ফারাক প্রায় ৩৬ শতাংশ। এছাড়াও পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে একটি মামলা চলছে। এই জুলাই মাসেই সেই মামলার শুনানি হওয়ার কথা আছে। অন্যদিকে হাইকোর্টে অন্য আরেকটি মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার আজকে একটি বিরাট আপডেট উঠে আসছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
রাজ্যে ২০২০ সাল থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। বর্তমানে সেই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পেয়ে থাকেন। এমনকি দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার কয়েক দফা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে। যার ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ১৪ শতাংশ। আর এই মহার্ঘ ভাতা ষষ্ঠ বেতন কমিশনের আওতায়।
কিন্তু যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকারা বেতন ও মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন। সেই ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি রাজ্য সরকার। কিছুদিন আগে ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে একটি মামলা দায়ের করা হয় হাইকোর্টে। আর সেই মামলায় জয় লাভ হয় রাজ্য সরকারি কর্মচারীদের। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য।
কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ অবমাননা করে রাজ্য সরকার। এখনো পর্যন্ত কোনো রকম বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি রাজ্য সরকার। সেই ব্যাপার নিয়েই পুনরায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয় রাজ্য সরকারের বিরুদ্ধে। আর এই আদালত অবমাননার মামলাতেই আজকে বিরাট আপডেট উঠে এলো। হাইকোর্ট সরাসরি বিষয়টিকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে। আর সেই সঙ্গে আগামী ৯ আগস্ট এর মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) মামলা চলছে সেই মামলার শুনানি এই মাসেই হতে চলেছে।
সুতরাং হাইকোর্টে ইউনিটি ফোরামের এই জয় যে আগামী দিনের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) আদায়ের জন্য রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে ও সরকারি কর্মচারীদের মনোবল বাড়াবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এখন রাজ্য পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মেটাতে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। আর সেই সঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয় সে বিষয়ে তাকিয়ে রাজ্যের আপামর সরকারি কর্মচারীবৃন্দ।
বকেয়া মহার্ঘ ভাতা ও সরকারি চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টাল অবশ্যই ফলো করুন।