চলতি বছরে ১ লা জানুয়ারি থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) ঘোষণা করে কেন্দ্র সরকার। সেই মতোই বর্তমানে প্রায় ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যেখানে গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ছিল মূল বেতনের ৪৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী সরকারি কর্মচারীদের এই খুশি দ্বিগুণ হতে চলেছে। আর সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করা হবে আজকের প্রতিবেদনের মাধ্যমে।
সূত্রের খবর অনুযায়ী, গত ৪ ঠা জুলাই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন প্রকার ভাতা বৃদ্ধি করার জন্য একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলার অনুযায়ী মোট ১৩ টি ক্ষেত্রে ভাতা বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। এই ১৩ টি ভাতার মধ্যে অন্যতম হল হাউস রেন্ট অ্যালোয়ান্স, পরিবহন ভাতা, স্প্লিট ডিউটি, ডেপুটেশন ভাতা, পোশাক ভাতা প্রভৃতি বাড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) যেহেতু ৫০ শতাংশে পৌঁছেছে। তাই মহার্ঘ ভাতার সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য সকল ভাতা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সকল ভাতা বৃদ্ধি হলেই মোট বেতন বহু গুণে বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই ভাতা বৃদ্ধির প্রধান কারণ হল বেসরকারি উচ্চ পদস্থ কর্মচারীদের সঙ্গে সরকারি উচ্চ পদস্থ কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ। অনেক ক্ষেত্রে বেতন বৈষম্যের দরুন অনেক উচ্চপদস্থ সরকারি কর্মচারী, বেসরকারি সংস্থার দিকে ঝুকছে। সেক্ষেত্রে সরকারি কাজ চালিয়ে নিয়ে যাওয়া সমস্যার হয়ে পড়ছে। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মনোবল বাড়াতে এবং তাদের খুশি করতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত এও জানা যাচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় আরও এক কিস্তি মহার্ঘ ভাতা (Dearness Allowance) ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। যা লাগু হবে জুলাই মাস থেকে। আর সমস্ত বকেয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সময় মত পেয়ে যাবেন।
কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হল, এই সমস্ত ক্ষেত্রে ভাতা বৃদ্ধি নির্ভর করবে সরকারি কর্মচারীর পারফরম্যান্সের উপরে। অর্থাৎ কর্মচারীদের পারফর্মেন্স এর উপর নির্ভর করে ভাতা নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে উল্লেখযোগ্য আরো খবর উঠে আসছে যে, কেন্দ্রীয় সরকার ৪ থেকে ৫% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ থেকে ৫৫ শতাংশ।
রাজ্য সরকার কবে ডিএ দেবে?
এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন করে মহার্ঘ ভাতা (Dearness Allowance) ঘোষণার কোন আভাস পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফে। তবে আইনি লড়াইয়ে বেশ কিছুটা ব্যাকফুটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর সেইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, লোকসভা ভোটের পূর্বে ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর সেই সুবাদেই বর্তমানে ১৪ শতাংশ মহার্ঘভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও সেক্ষেত্রেও কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার পার্থক্য প্রায় ৩৬ শতাংশ।
মহার্ঘ ভাতা ও সরকারি কর্মচারী সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টাল অবশ্যই ফলো করুন।