পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে অসন্তোষের কথা কারোর অজানা নয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ। জুলাই মাসে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা (Dearness Allowance) ঘোষণা হওয়ার কথা আছে কেন্দ্র সরকারের তরফে। সেক্ষেত্রে এই মহার্ঘ ভাতার বৈষম্য যে আরও বাড়বে সেই কথা বলায় যায়।
কিন্তু এই মুহুর্তের সব থেকে বড় আপডেট হল সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা। এই মামলাটি ২০১৬ সাল থেকে চলে আসছে। এই বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলাটি পঞ্চম বেতন কমিশনের আওতায়। মামলাটিতে স্টেট এডমিনিষ্ট্রেটিভ ট্রাইবুনাল থেকে হাই কোর্ট সব জায়গাতেই জয়লাভ করেছে সরকারি কর্মচারীবৃন্দ। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর সেই মামলা নিয়েই এক বিরাট আপডেট পাওয়া গেলো।
বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলাটি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আগামী ১৫ ই জুলাই অর্থাৎ সোমবার শুনানি হওয়ার কথা আছে। কিন্তু চিন্তার বিষয় হল ডিএ মামলাটি ৬০ নম্বরে তালিকাভুক্ত আছে। তাই অনেক সরকারি কর্মচারী দুশ্চিন্তা করছেন যে আগামী সোমবার হয়তো মামলাটি ডিভিশন বেঞ্চে উঠবে না। কিন্তু সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তালিকার ৬০ নম্বরে থাকলেও ডিএ মামলার শুনানি আগামী ১৫ ই জুলাই অর্থাৎ সোমবার হবে বলে তারা আশাবাদী।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলাটি ২০২২ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ২০২২ সালের ৫ ই ডিসেম্বর মামলাটি ৩৪ নম্বরে ছিল। যদিও পরবর্তীতে সেটি রাজ্য সরকারের পাস ওভার চাওয়ার দরুন ৬৪ নম্বরে উঠেছিল। সেদিন মামলার শুনানি হয়েছিল। আবার ২০২৩ সালের ৩ রা নভেম্বর বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি ৬০ নম্বরে ছিল। সেদিন মামলাটি উঠলেও তার শুনানি হয় নি।
এই মুহূর্তে ম্যামলাকারী সংগঠনের দাবি, বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলাটি আগামী ১৫ ই জুলাই ৬০ নম্বরে থাকলেও তার শুনানি হবে কিনা সেই ব্যাপারে জোর দিয়ে বলতে পারছেন না তারা। তবে মহামান্য সুপ্রিম কোর্টের উপর তারা আস্থা রেখেছেন।
আগামী ১৫ ই জুলাই, সোমবার বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলাটি সুপ্রিম কোর্টের ৫ নম্বর কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভট্টির ডিভিশন বেঞ্চে ওঠার কথা আছে। এখন সোমবার মাননীয় সুপ্রীম কোর্ট কি পদক্ষেপ নেয় সেইদিকেই তাকিয়ে গোটা রাজ্যের আপামর সরকারি কর্মচারী।
মহার্ঘ ভাতা ও সরকারি কর্মচারি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টাল অবশ্যই ফলো করুন