Dearness Allowance – মাথায় হাত সরকারি কর্মচারীদের – ডিএ বৃদ্ধির হার অনেকটা কমবে

Dearness Allowance – মাথায় হাত সরকারি কর্মচারীদের – ডিএ বৃদ্ধির হার অনেকটা কমবে

লোকসভা ভোটের আগে চার শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার হার ছিল ৫০ শতাংশ। কেন্দ্র সরকার মূলত বছরে দুই কিস্তি মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিয়ে থাকে। পরবর্তী মহার্ঘ ভাতার হার পূর্বের তুলনায় কিছুটা কমবে বলেই অনুমান করা হচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

কত শতাংশ মহার্ঘ ভাতা পাওয়া যাবে?

সাধারণত ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিয়ে থাকে কেন্দ্র সরকার। কিন্তু বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে এইবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়া যাবে না। এক কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, এইবার ৩ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়া যাবে এটা নিশ্চিত। তবে তার থেকে বেশি পাওয়ার সম্ভাবনা কম। ৪ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়া যাবে কিনা তার নির্ভর করবে মহার্ঘ ভাতা ঘোষণার সময় দ্রব্যমূল্য বৃদ্ধি হার কেমন তার উপরে।

কবে মহার্ঘ ভাতা পাওয়া যাবে?

লোকসভা ভোটের পূর্বে ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। সাধারণত প্রতিবছর জানুয়ারি এবং জুলাই মাস থেকে দুই কিস্তি করে মহার্ঘভাতা (Dearness Allowance) কার্যকর হয়। এই বছর পরবর্তী কিস্তির মহার্ঘ ভাতা সেপ্টেম্বর মাসে ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসে ঘোষণা হলেও তা কার্যকর হবে জুলাই মাস থেকে। আর এই কয়েক মাসের টাকা বকেয়া হিসেবে কর্মীদের একাউন্টে ঢুকে যাবে।

রাজ্য সরকারের কর্মচারীরা কবে মহার্ঘ ভাতা পাবে?

এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পার্থক্য প্রায় ৩৬ শতাংশ। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) মাত্র ১৪ শতাংশ। অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতা নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন। গত ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। স্টেট এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল থেকে হাইকোর্ট সব জায়গাতেই জয়ী হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু রাজ্য সরকারের তরফে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কোন সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি।

এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) আদায়ের জন্য আন্দোলনের পথ বেছে নিয়েছেন। একইসঙ্গে তারা আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন। প্রত্যেক বছর দুর্গাপুজোর পূর্বে মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। আর সেই মহার্ঘ ভাতা কার্যকর হয় পরবর্তী বছর জানুয়ারি মাস থেকে। এই বছরও আশা করা যায় দুর্গা পূজার পূর্বে আরেক কিস্তি মহার্ঘ ভাতা (Dearness Allowance) ঘোষণা করবে রাজ্য সরকার। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে, এবার ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মামলা কোনদিকে এগোয় সেটাই দেখার।

মহার্ঘ ভাতা ও সরকারি কর্মচারী সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটি অবশ্যই ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *