করোনা অতিমারির মধ্যে গোটা বিশ্ব ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে গেছে। সেই সময় স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে পড়াশোনা চলেছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষাতেও ডিজিটাল কোচিং এর ব্যবস্থা এখন বহুল প্রচলিত। এরই মধ্যে চালু হলো স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স (Digital Attendancein West Bengal) ব্যবস্থা। শোনা যাচ্ছে ফাঁকিবাজ ছাত্র এবং শিক্ষকদের কড়া হাতে নিয়ন্ত্রণ করতেই এই ব্যবস্থা।
গরমের ছুটির পর স্কুল খুললেই বিভিন্ন বিদ্যালয়ে চালু হতে পারে এই ডিজিটাল অ্যাটেনডেন্স (Digital Attendance in West Bengal) ব্যবস্থা। ছাত্রছাত্রীরা কখন স্কুলে ঢুকছে এবং কখন স্কুলের থেকে বের হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে এই ব্যবস্থার মাধ্যমে।যা সরাসরি চলে যাবে ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে। সেইসঙ্গে শিক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা। এর ফলে স্কুলে ঢোকা এবং বেরোনোর সময় কঠোরভাবে মেনে চলতে হবে শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয় পক্ষকেই।
ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থা আসলে কি?
এতদিন ছাত্র-ছাত্রীদের খাতায়-কলমে হাজিরা নেওয়া হত এবং শিক্ষকদেরও ছিল একই পদ্ধতি। শিক্ষকরাও তাদের হাজিরা খাতায় সই করতেন প্রত্যেকদিন উপস্থিত হয়ে। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, এই পদ্ধতি আর বেশি দিন চলবে না। এবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স (Digital Attendance in West Bengal) ব্যবস্থার মাধ্যমেই ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি সুনিশ্চিত করতে হবে। এর ফলে স্কুলের পঠন-পাঠন আরো ভালো হবে এবং স্কুল আরো কঠিন নিয়মের মধ্যে বাঁধা থাকবে। সবমিলিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখা যাবে।
এই ব্যবস্থাতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের আইডেন্টিটি কার্ড এর পেছনে একটি স্পেশাল Qr Code দেওয়া হবে যে Qr Code স্ক্যান করে তারা তাদের উপস্থিতি জানান দেবেন। যার ফলে একদিকে যেমন শিক্ষকদের নির্ভুলভাবে উপস্থিতি ধরা পড়বে অপরদিকে অভিভাবকরা ও তাদের ছাত্র-ছাত্রীদের গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য পাবেন এই ডিজিটাল অ্যাটেনডেন্স (Digital Attendance in West Bengal) ব্যবস্থার মাধ্যমে।ফলে তারা অনেকটা চিন্তা মুক্ত থাকবেন।
আমাদের রাজ্যের যাদবপুর বিদ্যাপীঠে এই ডিজিটাল অ্যাটেনডেন্স (Digital Attendance in West Bengal) ব্যবস্থা বর্তমানে চালু হয়েছে। যাদবপুর বিদ্যাপীঠে প্রাথমিক এবং মাধ্যমিক দুটো বিভাগই বর্তমান। কিন্তু শুধুমাত্র মাধ্যমিক স্তরেই এই ব্যবস্থা চালু হয়েছে। আগামী দিনে রাজ্যের অন্যান্য স্কুলগুলোতেও এই ডিজিটাল অ্যাটেনডেন্স (Digital Attendance in West Bengal) ব্যবস্থা চালু হবে বলে শিক্ষামহল থেকে খবর আসছে। এই সংক্রান্ত যেকোনো মূল্যবান মন্তব্য আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের আরো খবর পেতে আমাদের ওয়েবপোর্টালটিকে ফলো করুন।