আগস্ট মাসে একটানা বেশ কিছু ছুটি (Government Holidays) পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। রোজকার একঘেয়ে জীবনযাপনের মধ্যে ছুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই কিছুটা ছুটি উদযাপন করে পুনরায় কাজে যোগ দিলে নতুন উদ্যমে কাজ করা যায়। সেই জন্য সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী প্রত্যেকেই তাকিয়ে থাকেন প্রত্যেক মাসের ছুটির (Government Holidays) তালিকার দিকে। আগামী আগস্ট মাসে বেশ কিছু টানা ছুটি (Government Holidays) রয়েছে। যা স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মনে খুশির আলো সঞ্চার করবে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব।
জুলাই মাস এখন শেষের দিকে। বলা হয় ছুটির দিক থেকে মন্দার মাস হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে খুব একটা ছুটি থাকে না। আর টানা ছুটি তো একেবারেই থাকে না। এই মাসে বেশ কিছু ছুটি রবিবার পড়ায় তা বাতিল হয়েছে। কিন্তু আগামী আগস্ট মাসে কয়েক দফা টানা ছুটির (Government Holidays) বন্দোবস্ত রয়েছে।
প্রথমত, ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ছুটি থাকে। এদিকে আবার রাখি পূর্ণিমা পড়েছে ১৯ শে আগস্ট যা আসলে সোমবার। সুতরাং ১৭, ১৮, ১৯ শে আগস্ট অর্থাৎ শনি রবি সোম টানা তিন দিন ছুটি (Government Holidays) পেয়ে যাবেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা।
এখানেই শেষ নয়। এর পরবর্তী ছুটি (Government Holidays) রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে আগামী ২৬ শে আগস্ট। আর সেটিও সোমবারই পড়েছে। সুতরাং ২৪, ২৫, ২৬ অর্থাৎ শনি রবি সোম আর এক দফায় টানা তিন দিন ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
অর্থাৎ সবমিলিয়ে দেখা যাচ্ছে মোট দুই দফায় টানা তিনদিন করে ছুটি (Government Holidays) পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীবৃন্দ। সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে তাদের মনে কিছুটা খুশির হাওয়া বইবে। একটু আগে থেকে পরিকল্পনা করলে তারা ছোটখাটো একটি ট্রিপ করতে পারবেন নিজেদের পরিবারের সঙ্গে।
মহার্ঘ ভাতা ও সরকারি ছুটি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।