বর্তমানে ভারতবর্ষের একটি জলজ্যান্ত সমস্যা হচ্ছে বেকারত্ব। গোটা দেশ জুড়েই যেন এই বেকারত্বের করাল ছায়া গ্রাস করেছে। পূর্ববর্তী বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ অভিযোগ ছিল দেশে বেকারত্বের বিষয়ে উদাসীন তদানিন্তন কেন্দ্রীয় সরকার। গত ৪ ঠা জুন নির্বাচনের ফলাফল বেরোনোর পর নতুন সরকারের প্রতি অনেক আশা নিয়ে প্রতীক্ষা করছেন দেশের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী। এরই মধ্যে নতুন করে নিয়োগের (job recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। নিয়োগের (job recruitment 2024) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবোদয় বিদ্যালয় সমিতি। এই বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে নিয়োগ (job recruitment 2024) প্রক্রিয়া সম্পন্ন করা হবে দেশের নবোদয় বিদ্যালয় হোস্টেল গুলোতে। আসুন এই বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনটির মাধ্যমে
নবোদয় বিদ্যালয় সমিতির বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৬ টি পদে হোস্টেল সুপারিনটেনডেন্ট নিয়োগ (job recruitment 2024) করা হবে। এই নিয়োগের পদ্ধতি এবং বেতন কাঠামো সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। যেহেতু কেন্দ্রীয় সরকারি সংস্থা সেক্ষেত্রে বেতন কাঠামো উচ্চতর হবে এটা আশাই করা যায়।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর যোগ্যতা হতে হবে নূন্যতম স্নাতক। প্রার্থীর বয়স ন্যূনতম ৩৫ বছর এবং সর্বাধিক ৬২ বছর হতে পারে। প্রথমে আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে এবং সবশেষে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে নিয়োগ (job recruitment 2024) প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই পদে নিযুক্ত হোস্টেল সুপারিনটেনডেন্টদের বেতন হবে মাসিক ৩৫ হাজার ৭৫০ টাকা। সুতরাং সে দিক দিয়ে দেখতে গেলে একজন মধ্যবয়স্ক ব্যক্তি এই পদের জন্য যোগ্য। এই পদে নিযুক্ত হয়ে তিনি নতুন করে তার জীবন যাপন করতে পারবেন। সেদিক থেকে দেখতে গেলে এই বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ।
ইচ্ছুক ব্যক্তিরা নবোদয় বিদ্যালয়ের সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://navodaya.gov.in
এছাড়া নিয়োগ (job recruitment 2024) বিজ্ঞপ্তি অনুযায়ী অফলাইনেও আবেদন করা যাবে। তাই আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন এবং বদলে ফেলুন নিজের ভাগ্যের চাকা। মুছে ফেলুন বেকারত্বের তকমা।
আগামী দিনে আশা করা যায় আরো নতুন নতুন নিয়োগের (job recruitment 2024) খবর আমরা পাব। সেই সমস্ত নিয়োগের (job recruitment 2024) খবর সবার আগে পেতে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ওয়েব পোর্টালটিকে ফলো করুন।