ssc 2024 – এসএসসি ২০২৪ পরীক্ষা সংঘটিত হতে চলেছে – জারি হল বিজ্ঞপ্তি – জেনে নিন আবেদন করার শেষ তারিখ

ssc 2024 – এসএসসি ২০২৪ পরীক্ষা সংঘটিত হতে চলেছে – জারি হল বিজ্ঞপ্তি – জেনে নিন আবেদন করার শেষ তারিখ

ssc 2024 – এসএসসি ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কিছুদিন আগেই লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে। এরই মধ্যে এক গুচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র সরকার। পূর্বে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল যে দেশের বেকারত্বের হার নিয়ে সরকার কোনোভাবেই চিন্তিত নয়। নতুন সরকার ২০২৪ সালে গঠন হওয়ার পর পরই একগুচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024) এসএসসি। এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে হাজার হাজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024)। কোন কোন পদে নিয়োগ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করা যাবে, কত দিন পর্যন্ত আবেদন হবে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ হইতে আবেদনকারীর কি কি যোগ্যতা থাকতে হবে এবং সেইসঙ্গে নিয়োগ প্রক্রিয়ার ধাপ গুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে।

লোকসভা ভোট মিটতে না মিটতেই স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024) সিজিএল অর্থাৎ কম্বাইনড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করলো। এই বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ বি এবং গ্রুপ সি পদে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ হবে একাউন্টেন্ট, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – এছাড়া বিভিন্ন পদে।

এই সমস্ত পদের নিয়োগ পাওয়ার জন্য চাকরি প্রার্থীর বয়সের সীমাও বেধে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024)। বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের সীমা বিভিন্ন। তবে সব মিলিয়ে বলতে গেলে ন্যূনতম ১৮ থেকে সর্বাধিক ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে কিছু কিছু পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার্থীর বয়স ২৭ বা ৩০ এর মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত ক্যাটাগরির পরীক্ষার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

কিভাবে আবেদন করা যাবে?

প্রথমে স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024) অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে www.ssc.gov.in যেতে হবে। তারপরে প্রথম পেজে নোটিফিকেশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজে সম্পূর্ণ ডিটেইলস দিতে হবে। তারপরে দরকারি সমস্ত ডকুমেন্ট এবং শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট আপলোড করতে হবে। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম টি সাবমিট করে চাকরিপ্রার্থীকে ফর্মটির একটি প্রিন্ট আউট অবশ্যই রেখে দিতে হবে।

কতদিন পর্যন্ত আবেদন করা যাবে?


অনলাইন পদ্ধতিতে এই স্টাফ সিলেকশন কমিশনের (ssc 2024) রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে ১১ ই জুন থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১০ ই জুলাই পর্যন্ত। এছাড়া সূত্র মারফত জানা যাচ্ছে যে, স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024) এই এসএসসি সিজিএল পরীক্ষা নিতে চলেছে ২০২৪ এর সেপ্টেম্বর – অক্টোবর মাসে।

সেইসঙ্গে স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024) থেকে আরো বেশ কিছু পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। যেমন মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ জুন এবং আবেদন প্রক্রিয়া চলবে ২১ শে জুলাই পর্যন্ত। স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024)থেকে আরো জানা যাচ্ছে যে, সিএইচএসএল পরীক্ষা হতে চলেছে আগামী ১ থেকে ৫ এবং ৮ থেকে ১১ই জুলাই।

সুতরাং লোকসভা নির্বাচনের পরপরই স্টাফ সিলেকশন কমিশন (ssc 2024) দ্বারা এরকম একগুচ্ছ সরকারি চাকরিতে নিয়োগ যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষায় রাখেনা। এ রকমই চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *