প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (ssc scam) নিয়ে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন। এর মধ্যে অন্যতম হল ওএমআর মামলা। আরে ওএমআর মামলা নিয়ে বিশাল আপডেট দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলার ওএমআর ও হার্ডডিস্ক উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে। কিন্তু সিবিআই এখনো পর্যন্ত সেই হার্ডডিস্ক হাইকোর্টে জমা দিতে ব্যর্থ। আর এই প্রসঙ্গেই বিরাট পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব।
ও এমার ও সার্ভার দুর্নীতি নিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করতে সিবিআই কে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলাতে প্রত্যাশিত ফলাফল দিতে ব্যর্থ সিবিআই। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট বলেছে যে, প্রয়োজনে সিবিআই অন্য এজেন্সি কে নিয়োগ করুক। দেশের তথ্যপ্রযুক্তির দিক দিয়ে প্রথম সারির সংস্থাগুলিকে নিয়োগ করতে পারে সিবিআই। সেটা টিসিএস বা উইপ্রো এই জাতীয় যেকোনো সংস্থা হলেও হবে। এমনকি বিশ্বের যে কোন সংস্থার সাহায্য নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সুতরাং এই পর্যবেক্ষণ থেকে এইটুকু স্পষ্ট যে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলার শেষ দেখতে চাইছে কলকাতা হাইকোর্ট। আর সিবিআই কে এই সমস্ত সংস্থা নিয়োগ করে তদন্ত চালাতে যা ব্যয় হবে তার খরচ বহন করবে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্ট স্পষ্ট তো, সে কথা জানিয়ে দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিচারপতি ওএমআর ও হার্ডডিস্ক সংক্রান্ত তথ্য চেয়েছিলেন সিবিআই এর কাছে। আর সেই সংক্রান্ত সমস্ত তথ্য জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল শুক্রবার। কিন্তু সিবিআই শুক্রবারেও হাইকোর্টে সেই সমস্ত তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছে। এরপরেই এই কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সুতরাং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলা এখন অন্য রূপ নিয়েছে।
সর্বশেষ নির্দেশ অনুযায়ী আগামী ৬ সপ্তাহ পরে আবার এই মামলার শুনানি হবে। আর এই সময়ের মধ্যে ওএমআর এবং হার্ডডিস্ক সংক্রান্ত সমস্ত তথ্য হাইকোর্টে জমা করতে হবে। সুতরাং পরবর্তী শুনানিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলার এক বিরাট আপডেট উঠে আসতে পারে এই কথা বলাই যায়।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে কোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।