WB Government job 2024 – উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে মোটা মাইনের সরকারি চাকরি – জেনে নিন কবে থেকে শুরু হবে নিয়োগ

WB Government job 2024
WB Government job 2024 - Focus Bangla 247

এই মুহূর্তে লোকসভা নির্বাচনের কারণে রাজ্যে আদর্শ নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে। সেই কারণে কোনরকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশ করছে না। কিন্তু সূত্র মারফত পর জানা যাচ্ছে ৪ঠা জুন ভোটের ফলাফল ঘোষিত হওয়ার পরেই রাজ্যে বিপুল সংখ্যক নিয়োগের (WB Government job 2024) সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে।

এই মুহূর্তে ভালো খবর রয়েছে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্য সরকার অঙ্গনওয়ারি সুপারভাইজার পদে নিয়োগ (WB Government job 2024) করতে চলেছে ভোটপর্ব মেটার পরেই। শোনা যাচ্ছে প্রায় ১৪ হাজার শূন্যপদ রয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে।

৪ঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১০ই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই ওই পদে নিয়োগ (WB Government job 2024) শুরুর সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই নিয়োগের (WB Government job 2024) জন্য সংশ্লিষ্ট যোগ্যতাগুলি আবশ্যক। প্রথমত, আবেদনকারীকে রাজ্যের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ৪২ বছর হলে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক। তবে উচ্চতর যোগ্যতার ব্যক্তিরাও নিয়োগের (WB Government job 2024) জন্য আবেদন করতে পারবেন।

কবে হবে নিয়োগ? শোনা যাচ্ছে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ (WB Government job 2024) প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হবে। নিয়োগ (WB Government job 2024) সংক্রান্ত এরকমই আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে ফলো করুন। সেইসঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *