প্রায় ৫০ দিন গরমের ছুটি (wb holiday) কাটানোর পর পুনরায় পঠন-পাঠন শুরু হয়েছে রাজ্যের সরকারি তথা সরকারি অনুদান প্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ তথা দেশের সমস্ত রাজ্যের গরমের ছুটি শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে গরমের ছুটি (wb holiday) ছিল ২২ শে এপ্রিল থেকে ৯ ই জুন পর্যন্ত। ১০ ই জুন আবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে পঠন পঠন শুরু করেছে। অন্যদিকে বিহার, পাঞ্জাব তথা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে ৩০ শে জুন পর্যন্ত গরমের ছুটি বরাদ্দ ছিল। সুতরাং সব মিলিয়ে জুলাই মাসে নতুন উদ্যমের সঙ্গে স্কুল চালু হয়েছে। এবার এই জুলাই মাসে কোন কোন দিন ছুটি (wb holiday) থাকবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আজকের এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গে গরমের ছুটি শেষে বিদ্যালয় খোলার পর রাজ্যে অত্যাধিক তাপপ্রবাহের জেরে বিভিন্ন মহল থেকে পুনরায় গরমের ছুটি (wb holiday) বাড়ানোর দাবি ওঠে। যদিও সেই দাবি মেনে নেয়নি রাজ্যের শিক্ষা দপ্তর। তার পরিবর্তে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করে রাজ্যের শিক্ষা দপ্তর। ডে শিফটের পরিবর্তে মর্নিং শিফটে স্কুল করানোর নির্দেশ দেয় বিকাশ ভবন। আর সেই নির্দেশ মতোই রাজ্যে প্রায় দুই সপ্তাহ সমস্ত বিদ্যালয়ে মর্নিং শিফটের ক্লাস চালু ছিল। বর্তমানে অর্থাৎ জুলাই মাসের ১ তারিখ থেকে পুনরায় পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ ডে শিফটে স্কুল হচ্ছে।
পড়ুয়া তথা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের রোজ একঘেয়ে জীবনযাপনের মধ্যে ছুটি (wb holiday) এক আলাদা আনন্দের মাত্রা এনে দেয়। তাই প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা প্রত্যেক মাসে কত দিন ছুটি (wb holiday) পাওয়া যাবে সেই বিষয়ে জানতে আগ্রহী হন। আজকে আমরা সেই জিজ্ঞাসা মেটাতেই, আপনাদের জানাবো জুলাই মাসে কোন কোন দিন বিদ্যালয় তথা সরকারি দপ্তর গুলি ছুটি থাকবে।
দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থানীয় উৎসবের জন্য ছুটির তালিকা বিভিন্ন। তাই প্রত্যেক মাসেই এক রাজ্য থেকে আরেক রাজ্যের ছুটির তালিকা পরিবর্তিত হয়। এমনকি একই রাজ্যের মধ্যেও বিভিন্ন উপজাতি বা বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রেও আলাদা ছুটি (wb holiday) দেওয়া হয়ে থাকে। এই সমস্ত বিষয় বাদ রেখে আমরা সর্বসাধারণ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী এবং সেইসঙ্গে সরকারি কর্মচারীরা জুলাই মাসে কত দিন এবং কোন কোন দিন ছুটি (wb holiday) পাবেন সেই বিষয়ে আজকে জানাবো।
প্রত্যেক মাসের মত জুলাই মাসেও চারটি সাপ্তাহিক ছুটি (wb holiday) পাওয়া যাবে। অর্থাৎ মাসের চারটি রবিবার যথাক্রমে ৭ ই জুলাই, ১৪ ই জুলাই ২১ শে জুলাই এবং ২৮ শে জুলাই। সেইসঙ্গে বিভিন্ন স্কুলে দ্বিতীয় ও তৃতীয় শনিবার ছুটি থাকে। আবার অনেক সরকারী দপ্তর শনি এবং রবি দুই দিনই ছুটি থাকে। ছুটির তালিকা অনুযায়ী জুলাই মাসে একটি জাতীয় ছুটি আছে। ১৭ই জুলাই মুসলিমদের ধর্ম উৎসব মহরম উপলক্ষে গোটা দেশে জাতীয় ছুটি (wb holiday) থাকবে। সুতরাং রাজ্যের সকল সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ রবিবার ব্যতীত ১৭ জুলাই মহরম উপলক্ষে বাড়তি ছুটি (wb holiday) ভোগ করবেন।
বকেয়া মহার্ঘ ভাতা এবং চাকরি সংক্রান্ত যে কোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।