বর্তমান সময়ে চাকরির বাজার সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা। এই মুহূর্তে চারিদিকে চাকরির প্রচুর অভাব। এরই মধ্যে বাঁকুড়া জেলা আদালত থেকে একগুচ্ছ নিয়োগের (WB Job Recruitment 2024) জন্যএকটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ (Job Recruitment 2024) সম্পন্ন করা হবে। কোন কোন পদে নিয়োগ হবে যোগ্যতা কি লাগবে এবং বেতন কত হবে এবং কতদিন পর্যন্ত আবেদন করা যাবে এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
গত ২৪ শে মে থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা নেওয়া চলবে ২৪ শে জুন পর্যন্ত। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন এবং নাইট গার্ডের পদের জন্য নিয়োগ (WB Job Recruitment 2024) সম্পন্ন করবে বাঁকুড়া জেলা আদালত। এর মধ্যে আপার ডিভিশন ক্লার্ক এর জন্য শূন্য পদ : ৯, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য :৩৯, প্রসেস সার্ভারের জন্য : ৯ আর সেইসঙ্গে গ্রুপ ডি স্টাফের জন্য ৩৯ টি পদ খালি আছে।
বেতন কাঠামো: আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল-৯, লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল – ৬, প্রসেস সার্ভার পে লেভেল – ৫ এবং গ্রুপ ডি – লেভল ১ এই নিয়ম অনুযায়ী বেতন পাবেন। এই নিয়োগ (WB Job Recruitment 2024) প্রক্রিয়ায় বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রেখেছে বাঁকুড়া জেলা আদালত
প্রয়োজনীয় যোগ্যতা : আবেদনকারী বয়স ১৮ বছরে কম অথবা ৪০ বছরে বেশি হলে হবে না। ওবিসি ক্যাটেকরির জন্য তিন বছর এবং এসসি/এসটি ক্যাটাগরিতে পাঁচ বছরের বয়স ছাড় দেওয়া আছে। শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এরই সঙ্গে বিভিন্ন পদের নিয়োগের (WB Job Recruitment 2024) জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন নির্ধারণ করা হয়েছে। যেমন আপার ডিভিশন ক্লার্ক এর জন্য আবেদনকারীর অবশ্যই একটি গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে এবং একটি কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে যেটা কোন একটা প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন থেকে প্রাপ্ত। লোয়ার ডিভিশন ক্লার্ক এর জন্য আবেদনকারীদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং সেই সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট বাধ্যতামূলক। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি দের ক্ষেত্রে ক্লাস এইট পাশ যথেষ্ট।
পরীক্ষা পদ্ধতি :
১) আপার ডিভিশন ক্লার্ক : আপার ডিভিশন ক্লার্কের নিয়োগের (WB Job Recruitment 2024) ক্ষেত্রে তিনটি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা হবে ইংরেজি, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, গণিতের উপরে। যেখানে ৫০টি এমসিকিউ কোশ্চেন উত্তর দিতে হবে। এই ধাপে পাশ করলে তারা দ্বিতীয় ধাপে কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য যোগ্য হবেন। আর এই ধাপে যারা পাস করবেন তারা সর্বশেষ ধাপ অর্থাৎ পার্সোনালি টেস্ট এর মাধ্যমে নিয়োগ পাবেন।
২) লোয়ার ডিভিশন ক্লার্ক ও গ্রুপ ডি : এই পদে নিয়োগের (WB Job Recruitment 2024) ক্ষেত্রে আবেদনকারীদের একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করতে হবে যেখানে তাদেরও ৫০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং পাটিগণিতের অংক থাকবে। এই পর্বে পাশ করা ক্যানডিডেটরা পার্সোনালিটি টেস্টে বসবেন। সবশেষে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত প্যানেল প্রকাশিত হবে।
আবেদন ফি: এই নিয়োগের ( WB Job Recruitment 2024) ক্ষেত্রে আবেদন করতে নিম্নলিখিত অর্থ প্রয়োজন হবে। আপার ডিভিশন ক্লার্ক – ৫০০, লোয়ার ডিভিশন ক্লার্ক – ৩০০, প্রসেসরবার – ২০০ গ্রুপ ডি – ২০০। সংরক্ষিত ক্যাটাগরির ব্যক্তিদের জন্য আবেদন ফি কমানোর ব্যবস্থা আছে।
আবেদন করার পদ্ধতি : এই সমস্ত বিভাগে নিয়োগের (Job Recruitment 2024) ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনফিক কোনভাবেই রিফান্ডেবেল নয়। একজন ক্যান্ডিডেট একটি পোষ্টের জন্যই আবেদন করতে পারবেন। যদি একাধিক পোষ্টের জন্য আবেদন করেন তবে তাকে বাতিল বলে গণ্য করা হবে।