কিছুদিন আগেই রাজ্যের স্কুল (wb school education) শিক্ষকদের নিয়োগপত্র বা বদলিপত্র হারিয়ে গেলে তার প্রতিলিপি পেতে শিক্ষকদের হাজার টাকা করে ফিস দিতে হবে, এরকম নির্দেশিকা জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সেই নির্দেশিকা নিয়ে স্কুল (wb school education) শিক্ষকদের চিন্তার অবকাশ ছিল না। কিন্তু এরই মধ্যে রাজ্যের সমস্ত স্কুলে (wb school education) আবার নতুন একটি নির্দেশিকা এসে পৌঁছানোয় অধিকাংশ শিক্ষক শিক্ষিকাদের মাথায় হাত। কি সেই নির্দেশিকা আসুন জেনে নেব আজকের প্রতিবেদনটির মাধ্যমে।
বর্তমানে তীব্র গরমের দরুন পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। আর সেই সঙ্গে বিদ্যুতের অপচয়ের হারও ঊর্ধ্বগামী। আর সেই বিদ্যুতের অপচয় রুখতে মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাথমিক থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে (wb school education) বিদ্যুৎ অপচয়ের খবর এসে পৌঁছচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরে। আর সেই অপচয় রুখতে এবার কড়া নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর।
রাজ্যের অনেক স্কুলে (wb school education) দেখা যাচ্ছে যে, শিক্ষক বা ছাত্র-ছাত্রী ক্লাস রুমে না থাকলেও লাইট বা পাখা চালু থাকছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিদ্যালয় (wb school education) ছুটির পরও বা কোন কোন ক্ষেত্রে সারারাত বিদ্যালয়ে লাইট বা পাখা চালিয়ে রাখার অভিযোগ জমা পড়ছে শিক্ষাদপ্তরে। আর এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পরে নড়ে চড়ে বসেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এদিন নবান্নের বৈঠকে শিক্ষা দপ্তরকে এই বিষয় নিয়ে কড়া বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী।
আর এরপরই রাজ্যের সমস্ত স্কুলে (wb school education) এই বিদ্যুৎ অপচয় সংক্রান্ত নির্দেশিকা পাঠানোর ব্যবস্থা করে রাজ্য শিক্ষা দপ্তর। নির্দেশিকায় স্পষ্ট বলা আছে যে, যে সমগ্র রাজ্যে বিদ্যুতের ঘাটতি রয়েছে ।এরকম পরিস্থিতিতে অতিরিক্ত বিদ্যুতের অপচয় বরদাস্ত করা হবে না। সমস্ত স্কুলকে (wb school education) সুনিশ্চিত করতে হবে যে তাদের দিক দিয়ে যেন কোনো রকম বিদ্যুতের অপচয় না হয়। আর এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর।
সূত্র মারফত এও জানা যাচ্ছে যে, এমনকি এই নির্দেশিকা কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে স্কুলে স্কুলে (wb school education) অভিযান চালানো হতে পারে শিক্ষা দপ্তরের তরফে। সুতরাং সবমিলিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রধানদের এখন থেকে বাড়তি সতর্কতা নিতে হবে। না হলে তারা শাস্তির মুখে পড়তে পারেন। শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন