wb teacher – পড়ুয়ার সংখ্যা অধিক কিন্তু শিক্ষক হাতেগোনা – স্বীকার করলেন খোদ শিক্ষামন্ত্রী

wb teacher – পড়ুয়ার সংখ্যা অধিক কিন্তু শিক্ষক হাতেগোনা – স্বীকার করলেন খোদ শিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গের শিক্ষক (wb teacher) নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে জেরবার রাজ্য সরকার। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরেই শিক্ষক (wb teacher) থেকে শিক্ষা কর্মী সমস্ত পদে নিয়োগের মামলা এই মুহূর্তে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন। খুব স্বাভাবিকভাবে এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বহুদিন ধরে। আর এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাব দেখা দিচ্ছে। আর এই সমস্যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়। ঠিক কি ঘটনা ঘটেছে এবং শিক্ষা মন্ত্রী কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে।

কোথাও স্কুলে রয়েছেন এক বা দুইজন শিক্ষক। কিন্তু পড়ুয়ার সংখ্যা অধিক। সেই দুইজন শিক্ষকের (wb teacher) মধ্যে আবার একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যিনি বিভিন্ন সরকারি কাজকর্ম সামলাতে ব্যস্ত। সুতরাং রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাবে পড়াশোনা ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের। আর এই কথা স্বীকার করে নিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী।

শনিবারই আলিপুরদুয়ারের একটি বিদ্যালয় থেকে প্রকাশ্যে এই কথা জানান মাননীয় শিক্ষামন্ত্রী। অভিভাবকদের অভিযোগ পড়াশোনা ঠিকমতো না হওয়ার দরুণ ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা অনেকটাই কমে গেছে। এমনকি চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা ঠিকমতো নিজেদের নামটাও লিখতে পারে না। শিক্ষকদের (wb teacher) পাল্টা দাবি তারা তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। আলিপুরদুয়ারের ওই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৬৫। কিন্তু খাতায় কলমে কমে সেই সংখ্যা ৬ এ দাঁড়িয়েছে।

এদিন শিক্ষামন্ত্রী বলেন যে তিনি জানেন শিক্ষক ( wb teacher) ঘাটতি সংক্রান্ত অসুবিধা রাজ্যের বেশ কিছু স্কুলে বর্তমান। রাজ্য সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করে এই সমস্যার সমাধান যাতে করা যায়। যদিও এই অভিযোগ নতুন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় বেশ কিছু স্কুলে একজন বা দুজন শিক্ষক সমস্ত ক্লাস নিয়ে হাপিয়ে ওঠেন। তাদের পক্ষে সমস্ত শিক্ষার্থীদের নজর দেওয়া সম্ভব হয়ে ওঠেনা। ফলে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা।

কিন্তু অন্যদিকে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বহু হেভি ওয়েট নেতা গ্রেপ্তার হওয়ার পরেও শিক্ষক নিয়োগ এখনো আটকে রয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক (wb teacher) ঘাটতি সংক্রান্ত সমস্যা রয়ে গেছে। এখন আগামী দিনে শিক্ষক নিয়োগ হলে আশা করা যায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বর্তমান এই সমস্যার কিছুটা সমাধান হবে।

স্কুল শিক্ষা ও চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *