এই মুহূর্তে শিক্ষক (wb teacher) নিয়োগ দুর্নীতি মামলায় পর্যুদস্ত রাজ্য সরকার। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই এই মুহূর্তে হাইকোর্টে মামলা বিচারাধীন। সুতরাং সব মিলিয়ে বিগত বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে রাজ্যের শিক্ষক (wb teacher) নিয়োগ প্রক্রিয়া। আর এরই ফল ভুগতে হচ্ছে রাজ্যের জঙ্গল মহলকে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে।
সম্প্রতি বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পরিদর্শন সেরে রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটি একটি রিপোর্ট দিয়েছে। আর সেই রিপোর্ট খুবই উদ্বেগ জনক। অংক এবং বিজ্ঞানের শিক্ষকের ব্যাপক অভাব ওই এলাকার স্কুলগুলিতে। স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় সকল স্তরেই শিক্ষকের (wb teacher) অভাব রয়েছে জঙ্গলমহলের ওই দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায়।
অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, পড়ুয়ার আগ্রহ থাকলেও বিষয় ভিত্তিক শিক্ষক (wb teacher) না থাকায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াকে। সেক্ষেত্রে অনেক পড়ুয়াকে স্কুল পরিবর্তন করতে হচ্ছে নিজের পছন্দের বিষয় পড়ার জন্য। শিক্ষকের অপ্রতুলতার কারণে মাধ্যমিক পাসের পর বিজ্ঞান নিয়ে পড়তে অনেক পড়ুয়াকে নিজের স্কুল ছেড়ে অনেক দূরের স্কুলে ভর্তি হতে হচ্ছে। তাই এই সমস্যা মেটাতে অবিলম্বে শূন্যপদে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছে উক্ত কমিটি।
গত বেশ কয়েক বছর ধরে শিক্ষক (wb teacher) নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং সেই সংক্রান্ত আইনি জটিলতার কারণেই শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। এই ক্ষেত্রে কমিটির সদস্যদের বাড়তি উদ্বেগ বেশ কিছু জায়গায় ছাত্র ও শিক্ষকের আনুপাতিক হার সঠিক থাকলেও, অধিকাংশ ক্ষেত্রেই বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে। তাই এই মুহূর্তেই নিয়োগ ছাড়া আর অন্য কোন উপায় নেই। এই সম্পর্কে জেলা স্তরের আধিকারিকদের সঙ্গেও শিক্ষা দপ্তরে আধিকারিকরা বেশ কয়েকবার মিটিংয়ে বসেছেন এবং এই সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা নিজেরাই স্কুল পরিদর্শন করে এই কথা মেনেও নিয়েছেন।
শিক্ষা মহলের একাংশের দাবি, পূর্বের তুলনায় এই মুহূর্তে ছাত্রছাত্রীদের জন্য স্কুলগুলিতে বিশেষ সুযোগ-সুবিধা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা থাকলেও, পুনরায় শিক্ষক (wb teacher) নিয়োগ সঠিকভাবে না হলে স্কুল ড্রপ আউট এর সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আরো অনেক রাজ্য সরকারি স্কুল বন্ধের মুখে পড়বে। যা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সার্বিক বিকাশের দিক দিয়ে একদম কাম্য নয়। এখন আগামী দিনে রাজ্য সরকার এই সমস্যা মেটাতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সমাধান হয়ে পুনরায় নতুন করে শিক্ষক নিয়োগ হলেই, জঙ্গলমহলের এই সমস্যা মিটবে।
স্কুল শিক্ষা ও সরকারি কর্মচারী সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।