শিক্ষক (wb teacher) নিয়োগ দুর্নীতি নিয়ে এই মুহূর্তে একাধিক মামলা হাই কোর্ট তথা সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে সমগ্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে বন্ধ রয়েছে। অন্যদিকে রাজ্যের স্কুলগুলিতে নিয়মিত শিক্ষকরা (wb teacher) অবসর নেওয়ায় রাজ্যের সমস্ত স্তরের স্কুলে শিক্ষক ঘাটতি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষকের ঘাটতি মেটাতে নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
নিয়োগ জটিলতার দরুন গত বেশ কয়েক বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে না। ফলে অধিকাংশ স্কুল শিক্ষকের (wb teacher) অভাবে ধুঁকছে। প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে। আর সেই সঙ্গে শিক্ষার সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে রাজ্যে। এই বিরূপ পরিস্থিতিতে নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। শোনা যাচ্ছে যে, স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি মেটাতে এবার গেস্ট টিচার নিয়োগ করতে পারে রাজ্য সরকার।
কোন কোন স্কুলে নিয়োগ হবে?
রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে ৬ মাস অথবা পরবর্তী শিক্ষক (wb teacher) নিয়োগ হওয়ার আগে পর্যন্ত অতিথি শিক্ষক নিয়োগের আবেদন করেছেন রাজ্যের স্কুল পরিদর্শকরা। ২০১৫ সালে উচ্চ প্রাথমিক এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। কিন্তু তারপর প্রায় বেশ কয়েক দফায় নিয়োগের কয়েকটি ধাপ সম্পন্ন হলেও ওই সমস্ত নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ এই মুহূর্তে বিচারাধীন বিষয়। সুতরাং দীর্ঘ ৯ বছর ধরে নতুন করে সেভাবে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি। আর ঠিক সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কারা আবেদন করতে পারবেন?
শোনা যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের রাজ্য সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা (wb teacher) এই গেস্ট টিচার পদের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৪ এর মধ্যে। খুব দ্রুতই এই অতিথি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের করা হবে বলে শোনা যাচ্ছে।
শিক্ষা মহলের একাংশের দাবি, অতি দ্রুত শিক্ষক (wb teacher) নিয়োগ না হলে এই সমস্যার সমাধান হবে না। আর এই কথা কিছুদিন আগেই আলিপুরদুয়ার জেলার একটি স্কুলে এসে স্বীকার করে নিয়েছিলেন খোদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তিনি আশ্বস্ত করেছিলেন যে, রাজ্য সরকার সব রকম চেষ্টা করছে যাতে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করা যায় রাজ্যের স্কুলগুলিতে এবং স্কুলের শিক্ষক ঘাটতি মেটানো যায়।
এখন আগামী দিনে গেস্ট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। আর সেই সঙ্গে নতুন করে শিক্ষক (wb teacher) নিয়োগ কবে হয় সেই দিকেও তাকিয়ে রয়েছে রাজ্যের শিক্ষা মহল।
স্কুল শিক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটি অবশ্যই ফলো করুন।