wb teacher – ২০ বছরের বকেয়া বেতন পাবেন শিক্ষক – নির্দেশ কলকাতা হাইকোর্টের

wb teacher – ২০ বছরের বকেয়া বেতন পাবেন শিক্ষক – নির্দেশ কলকাতা হাইকোর্টের

পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষকদের (wb teacher) বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই মুহূর্তে বহু মামলা হাইকোর্টের বিচারাধীন। এর মধ্যে অন্যতম হলো বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলা। কোথাও আবার শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি ভাড়া ভাতা সংক্রান্ত মামলা। কিন্তু আজকের মূল বিষয় সম্পূর্ণ অন্য একটি মামলা। যেখানে প্রায় ২০ বছর পর নিজের প্রাপ্য ফেরত পেতে চলেছেন এক শিক্ষক (wb teacher)। আর সেই ব্যাপারেই বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনের মাধ্যমে।

এই মামলাটি করেছেন হাড়োয়া এলাকার রথীন্দ্রনাথ সর্দার নামে এক শিক্ষক (wb teacher)। তিনি ২০০৪ সালে সরকারি স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগদান করেছিলেন। চাকরিতে যোগদানের সময়ে তিনি ছিলেন স্নাতক পাস। পরে তিনি স্নাতকোত্তর পাস করলেও নিয়ম অনুযায়ী উচ্চ ডিগ্রীর বেতন কাঠামোর সুযোগ-সুবিধা তিনি পাননি। এই বিষয়ে তিনি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

আর এই বিষয়ে কলকাতা হাইকোর্ট এক যুগান্তকারী রায় দিয়েছে। চাকরি করতে করতেই স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন ওই শিক্ষক (wb teacher)। উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অনুমতিও তিনি নিয়েছিলেন তার সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে। কিন্তু শিক্ষকের অভিযোগ তিনি স্নাতকোত্তর পাশ করলেও, তার বেতন স্নাতক পর্যায়েই থেকে গিয়েছে। সুতরাং তার ডিগ্রী বাড়লেও, বাড়েনি বেতন কাঠামো।

সম্প্রতি ২০১৮ সালে ঐ শিক্ষকের (wb teacher) ক্যান্সার ধরা পরে। আর সেই মুহূর্ত থেকেই তিনি সংশ্লিষ্ট জেলা বিদ্যালয়ের পরিদর্শক অর্থাৎ ডি আই এর কাছে উচ্চ যোগ্যতার জন্য উচ্চ বেতনের আবেদন করেন। যদিও প্রত্যেকবার সেই আবেদন ফিরিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট উচ্চ দপ্তরের তরফ থেকে। এরপরে আর কোন উপায় না দেখে তিনি বিচারব্যবস্থার দ্বারস্থ হন।

গত বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আর ওই শিক্ষকের (wb teacher) পক্ষে মামলাটি লড়েছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। এক্ষেত্রে হাইকোর্ট ওই শিক্ষকের বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য জানানো হয়েছে।

সুতরাং সব মিলিয়ে প্রায় অনেক বছর পরে নিজের যোগ্য বেতন ফেরত পেতে চলেছেন বঞ্চিত ওই শিক্ষক। হাইকোর্টে একের পর এক রায় শিক্ষকদের পক্ষে যাওয়ায়, আগামী দিনে নিজেদের অধিকার আদায়ে অনেকটাই আশার আলো দেখছেন রাজ্যের আপামর শিক্ষক (wb teacher) সমাজ।

স্কুল শিক্ষা সংক্রান্ত যে কোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটি অবশ্যই ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *