পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত মামলা একটি জলজ্যান্ত সমস্যা। প্রাইমারি থেকে আপার প্রাইমারি কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক – প্রায় সমস্ত স্তরের শিক্ষক নিয়োগের (wb teacher recruitment) ক্ষেত্রেই কোর্টে কেস চলছে। ২০১৬ সালের এসএসসি দিয়ে নিয়োগ পাওয়া নবম – দশম এবং একাদশ – দ্বাদশ শিক্ষকদের এবং সেইসঙ্গে শিক্ষাকর্মীদের নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে আসছে এই মুহূর্তে। এই বিষয়েই আজকে আমরা বিস্তারিত এই বিষয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে।
২০১৬ সালের এসএসসির মাধ্যমে নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক এবং শিক্ষা কর্মীদের মিলিয়ে মোট ২৫ হাজার জনের কাছাকাছি নিয়োগ (wb teacher recruitment) হয়েছিল। যদিও এই নিয়োগ (wb teacher recruitment) স্বচ্ছতার সাথে হয়নি বলে দাবি করে আসছে বিরোধী সহ যোগ্য মেধাবীদের একাংশ। তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেইসঙ্গে তারা বিচার ব্যবস্থা দারস্থ হয়েছেন। হাইকোর্ট এই বিষয়ে নিজের কড়া সিদ্ধান্ত শুনিয়েছে। হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এই গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হয় লোকসভা ভোট চলাকালীন।
তবে সর্বহারা এই প্রায় ২৫ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট আপাতত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। আর ওই সমস্ত ব্যক্তিদের আপাতত চাকরিতে বহাল রাখে। কিন্তু সেইসঙ্গে সিবিআইকে নির্দেশ দেয় যাতে তারা এই নিয়োগের (wb teacher recruitment) জালিয়াতি খুঁজে বার করেন। এই মুহূর্তে গোটা বিষয় সিবিআই তদন্তাধীন। সেই তদন্ত থেকেই বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে আসছে।
সিবিআই এই মুহূর্তে প্রায় গত একমাস ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। আর সেই তদন্ত করতে গিয়ে তারা প্রায় দু হাজারের উপরে অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীকে এ যাবৎ অবধি জিজ্ঞাসাবাদ করেছেন। আর এই জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ পর্যন্ত ছড়িয়ে থাকা গোটা ৩০ এজেন্টের নাম। এই সমস্ত এজেন্টরা চক্রের মাধ্যমে এই পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) কেলেঙ্কারিতে যুক্ত।
কিন্তু সিবিআই কিভাবে অযোগ্যদের চিহ্নিত করছে? সূত্র মারফত জানা যাচ্ছে যে, তদন্তে উদ্ধার হওয়া হার্ডডিস্ক এর মাধ্যমে সিবিআই জানতে পারছে কোন কোন চাকরিপ্রার্থীর OMR বিকৃত করা হয়েছে এবং কোন কোন চাকরি সাদা খাতা জমা দিয়ে নিয়োগ (wb teacher recruitment) পেয়েছেন। আরও জানা যাচ্ছে, এই শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) জালিয়াতির কেস সমাধান করতে আগামী দিনে আরও শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত অযোগ্য শিক্ষকদের যদি অযোগ্যতা প্রমাণ হয় তবে কি তাদের চাকরি বাতিল হবে এবং তাদেরকে বেতন ফেরত দিতে হবে। আর ওই জায়গায় কি যোগ্যরা নিয়োগ (wb teacher recruitment) পাবে। এই প্রশ্নের উত্তর সময় দেবে। শিক্ষা ও চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টাল অবশ্যই ফলো করুন।