wb teacher recruitment – রাজ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় আপডেট – কি জানালো কলকাতা হাইকোর্ট

wb teacher recruitment – রাজ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় আপডেট – কি জানালো কলকাতা হাইকোর্ট

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত একাধিক মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল স্তরের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত একাধিক মামলায় জেরবার বর্তমান রাজ্য সরকার। গত বছর পঞ্চায়েত ভোটের পূর্বেই প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ প্যানেল বাতিলের কথা ঘোষণা করা হয় কলকাতা হাইকোর্টের তরফে। এই বছর লোকসভা ভোট চলাকালীন নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মিলিয়ে মোট ২৬ হাজার জনের প্যানেল বাতিল করে হাইকোর্ট। যদি এই সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ বলে চাকরিতে বহাল আছেন। এরই মধ্যে রাজ্যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত মামলার বিরাট আপডেট উঠে এলো।

গত ২০১৫ সালে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) প্রক্রিয়ার সূচনা ঘটে। কিন্তু তারপর একাধিকবার মামলা হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে থমকে আছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে এই মুহূর্তে হাইকোর্টে বিচারাধীন রয়েছে মামলাটি। তাই প্রায় দীর্ঘ ১০ বছরের বেকারত্বের অভিশাপ মোচনের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের অনেক হাজার হাজার বেকার যুবক যুবতী।

শুক্রবার অর্থাৎ ২৮ শে জুন ২০২৪ তারিখে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত মামলার শুনানি হওয়ার দিন ধার্য ছিল হাইকোর্টে। তবে এই দিন শুনানি হয়নি এই মামলার। মামলাটি এই মুহূর্তে ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে। আগামী ৮ ই জুলাই পুনরায় শুনানির তারিখ ধার্য করা হয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত মামলার।

এ প্রসঙ্গে বলে রাখা ভালো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের (wb teacher recruitment) ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার ৪০০। এর মধ্যে নির্বাচিত হয়েছেন প্রায় ১৩ হাজার ৩০০ জন প্রার্থী। এর মধ্যে ৮৯০০ জনের কাউন্সেলিং পূর্বেই শেষ হয়ে গেছে। দ্বিতীয় কাউন্সিলিং এখনো বাকি আছে। তাই এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) সংক্রান্ত মামলাটি আগামী ৮ জুলাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হবে।

২৮ তারিখে মামলাতে স্কুল সার্ভিস কমিশন নিজস্ব বক্তব্য পেশ করেছে হাইকোর্টে। পরবর্তী তারিখ অর্থাৎ ৮ জুলাই, ২০২৪ বিরোধীপক্ষ নিজস্ব বক্তব্য পেশ করবে। সুতরাং আগামী ৮ই জুলাই বিরোধীপক্ষের বক্তব্য শোনার পরে হাইকোর্ট এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ (wb teacher recruitment) মামলাতে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

শিক্ষক নিয়োগ ও স্কুল শিক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *