West Bengal Government Employee – রাজ্য সরকারের বিশাল কড়া পদক্ষেপ – চিন্তায় রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা

West Bengal Government Employee – রাজ্য সরকারের বিশাল কড়া পদক্ষেপ – চিন্তায় রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা

অনেক টালবাহানার পর অবশেষে এই জুলাই মাস থেকেই অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal Government Employee)। সেই সঙ্গে জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের বার্ষিক ইনক্রিমেন্ট হয়। সুতরাং সব মিলিয়ে জুলাই মাসে এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি পাবে রাজ্য সরকারি কর্মচারী (West Bengal Government Employee) এবং শিক্ষক শিক্ষিকাদের। আবার সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা ১ লা মে এর পরিবর্তে ১ লা এপ্রিল থেকে লাগু হবে। ওই এক মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা এরিয়ার হিসেবে জুলাই মাসের বেতনের সঙ্গেই ঢুকবে। সুতরাং জুলাই মাসে অনেকটাই লক্ষ্মী লাভ হবে রাজ্যের সরকারি কর্মচারী (West Bengal Government Employee) এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দের।

কিন্তু একদিকে যেমন মহার্ঘ ভাতা ও ইনক্রিমেন্ট নিয়ে খুশি হয়েছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীরা(West Bengal Government Employee)। অন্যদিকে রাজ্য সরকারের নতুন এক কড়া পদক্ষেপে চিন্তায় রয়েছেন এরাজ্যের সরকারি কর্মচারী (West Bengal Government Employee) বৃন্দ। এবার খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। কি সেই পদক্ষেপ? আসুন বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

গত মাসের প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী ক্রুদ্ধ হয়েছিলেন। রাজ্য সরকারের ভেতরে অনেক খবর বাইরে চলে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সেক্ষেত্রে নিরাপত্তাতে আরো জোর বাড়াতে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর অফিসে ঢোকার ক্ষেত্রে মোবাইল ফোন বাইরে রাখার নিয়ম আছে। কিন্তু এবার স্বরাষ্ট্র দপ্তর এবং অর্থ দপ্তরে ঢুকতে গেলেও সরকারি কর্মচারীদের (West Bengal Government Employee) মোবাইল ফোন বাইরে রেখে যেতে হবে। মুখ্যমন্ত্রীর এরকম ক্ষোভের পরেই নড়েচড়ে বসেছে রাজ্যের সমস্ত উচ্চ পদস্থ সরকারি আমলা বৃন্দ।

একইসঙ্গে সিসিটিভির উপরও নজরদারি বাড়ানো হয়েছে। যাতে সম্পূর্ণরূপে রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রের খবর ভেতরেই থাকে এবং খবর যাতে কোনভাবেই বাইরে না বেরোয় সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজ্যের উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা (West Bengal Government Employee)। সুতরাং রাজ্য সরকারি কর্মচারীদের এখন থেকে যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সে কথা বলাই যায়।

আর সেই সঙ্গে বলে রাখা ভালো স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষাদান করে থাকেন তাদের জন্য পূর্বেই নিয়ম রয়েছে, মোবাইল ফোন নিয়ে ক্লাসরুমে ঢোকা যাবেনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, অনেক শিক্ষক শিক্ষিকারা ক্লাস রুমে ঢুকে ছাত্রছাত্রীদের পড়ানোর ফাঁকে নিজের মোবাইল ফোন ঘাটছেন। সেক্ষেত্রে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে রাজ্যের শিক্ষা দপ্তর। সুতরাং সরকারি কর্মচারীদের (West Bengal Government Employee) পাশাপাশি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ও বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে।

তাই বর্ধিত বেতন এবং বর্ধিত মহার্ঘ ভাতা ভোগ করার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী (West Bengal Government Employee) এবং শিক্ষক শিক্ষিকাদের এখন থেকে আরও বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে সেই কথা বলাই যায়। শিক্ষা, সরকারি কর্মচারী, মহার্ঘ ভাতা, সংক্রান্ত যেকোন আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েব পোর্টাল অবশ্যই ফলো করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *