পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হেলথ স্কিমের (West Bengal Health Scheme) বিরাট সুবিধা ঘোষণা করলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভের অন্ত নেই। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক প্রায় ৩৬ শতাংশ। সুতরাং প্রত্যেক মাসে বকেয়া মহার্ঘ ভাতার দরুন বিরাট লোকসানের শিকার হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাই একপ্রকার ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীবৃন্দ ও শিক্ষক শিক্ষিকারা। এরই মধ্যে সেই ক্ষোভ কিছুটা প্রশমন করতে রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করল। এই বিজ্ঞপ্তি হল রাজ্য সরকারের কর্মচারীরা যে হেলথ স্কিম (West Bengal Health Scheme) পেয়ে থাকেন সেই হেলথ স্কিম সংক্রান্ত। আজকের প্রতিবেদনের সেই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন ভোগিরা এই হেলথ স্কিমের (West Bengal Health Scheme) সুবিধা পেয়ে থাকেন। এই হেলথ স্কিম (West Bengal Health Scheme) অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ও পেনশন ভোগী এবং তাদের পরিবারের অসুস্থতা বাবদ ২ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় বহন করে রাজ্য সরকার। কোন কর্মচারী অথবা তার পরিবারের শারীরিক অসুস্থতার দরুন হাসপাতালের বিল ২ লক্ষ টাকার মধ্যে হলে সেই খরচ সরকারি কর্মচারীকে বহন করতে হয় না। যদিও সেই ক্ষেত্রে হাসপাতালের একটি তালিকা আছে রাজ্য সরকারের তরফে। ওই সরকারি কর্মচারী বা তার পরিবার সেই তালিকাভুক্ত হাসপাতাল গুলোর মধ্যে চিকিৎসা করালেই এই সুবিধা পেয়ে থাকেন।
গত বছরই এই হেলথ স্কিমের (West Bengal Health Scheme) আওতায় বেশ কিছু নতুন রোগ সংযুক্ত করা হয়েছিল। পূর্বে ঐ রোগ গুলি হলে হেলথ স্কিমের সুযোগ সুবিধা পাওয়া যেত না। গত বছর সব মিলিয়ে মোট ১৭ টি নতুন রোগ যুক্ত করা হয় এই পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিমের আওতায়। এর ফলে বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা ও তাদের পরিবারের সদস্যগণ।
এবার রাজ্য সরকারের অর্থ দপ্তরে হেলথ সেলের তরফে এই হেলথ স্কিম (West Bengal Health Scheme) সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হলো। এই বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন আরো কিছু হাসপাতাল সংযুক্ত করা হলো এই হেলথ স্কিমের আওতায়। এই হাসপাতাল গুলি হল যথাক্রমে – কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর, তপোবন হাসপাতাল দুর্গাপুর, টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার ইএম বাইপাস, আরামবাগ ডায়াগনস্টিক, এ এস জি হাসপাতাল বিটি রোড, এ এস জি হাসপাতাল দেশপ্রাণ শাসমল রোড, হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি, মেডিট্রাস্ট ডায়াগনস্টিক কাশিপুর, – এই সকল হাসপাতালকে বর্তমানে হেলথ স্কিমের আওতায় যুক্ত করা হয়েছে। ফলে আরও বাড়তি সুযোগ সুবিধা পাবেন হেলথ স্কিমের আওতায় থাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকগণ।
শিক্ষকরা কি হেলথ স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হবেন?
বর্তমানে টিচারস সোসাইটি নামে একটি প্রাথমিক শিক্ষক সংগঠন রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের হেলথ স্কিমের (West Bengal Health Scheme) আওতায় আনার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই সংক্রান্ত বিভিন্ন ডেপুটেশন ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে দেওয়া হয়ে গেছে। এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা আমাদের ওয়েব পোর্টালে অবশ্যই জানিয়ে দেবো।
শিক্ষা ও চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের এই ওয়েব পোর্টালটিকে অবশ্যই ফলো করুন।